
মাগুরা।।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ১৯তম বর্ষ পূর্তি উপলে মাগুরাতে এই সর্বপ্রথম দুই বাংলার কবিদের মিলন মেলা হতে চলেছে। আগামী ৩০ মার্চ ২০১৯ মাগুরা নোমানী ময়দান অডিটরিয়ামে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভারত ও বাংলাদেশের শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত থাকবেন।
সমকালীন সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি দুই বাংলার কবি সাহিত্যিকদের মাঝে হ্রদ্রতার সেতুবন্ধন গড়ে তোলা ও তাদের সাহিত্যকর্মের মূল্যায়ন করাই এই মেলার মূল উদ্দেশ্য। মূল অনুষ্ঠানে দুই বাংলার ৭ জন কবি সাহিত্যিককে মানবতাবাদী সাহিত্যিক ডাঃ লুৎফর রহমান সম্মাননা প্রদান করা হবে। মেলা উপল্েয একটি দৃষ্টি নন্দন স্মরণিকাও প্রকাশ করা হচ্ছে। থাকছে কবিতা আবৃত্তি,পূঁথি পাঠ, সংগীত,নৃত্য ও কৌতুক নকশা।
বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় জুরী বোর্ডের বিচারে এবছর যাদের মানবতাবাদী সাহিত্যিক ডাঃ লুৎফর রহমান সম্মাননা দেওয়া হচ্ছে তারা হলেন: কথা সাহিত্যে- আব্দুর রশীদ যশোরী, কবিতায়-মিয়া ওয়াহিদ কামাল বাবলু, রোস্তম মল্লিক, তপন কুমার তপু ও শামসুন নাহার। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনায় খন্দকার হামিদুল ইসলাম আযম।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মাগুরা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।