
প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের উত্তরপাড়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১২ বছরের এক কন্যা শিশু। গত বৃহস্পতিবার(২১মার্চ) রাতে এই ঘটনা ঘটে। শিশুটির বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামে।
শিশুটির ভগ্নিপতির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি স্থানীয় বাজারে ভগ্নিপতির দোকান থেকে বোনের বাড়িতে ফিরছিল। ভগ্নিপতির পাশের বাড়ির লোকমান মিয়ার ছেলে রকিব মিয়া (২০)পথে তাকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘরে ডুকে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় রকিব পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি এজাহার জমা দেওয়ার কথা রয়েছে । এ ঘটনার তদন্ত হচ্ছে।