শরণখোলা প্রতিনিধি:-
শরণখোলার দক্ষিন বাধাল গ্রামের নজির আহম্মেদ মৃধার ছেলে রুমন মৃধাকে তার স্ত্রী কুমকুম বেগম জবাই করে হত্যার চেস্টা করেছে। শুক্রবার রাত আনুমানিক ১.৩০ মিনিটে পারিবারীক কলহকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ওই রাতে পালিয়ে যাবার পথে কেয়ার বাজার এলাকায় ঘটনার মূল নায়ক কুমকুম আক্তার সিমু (২৮) কে গ্রফতার করা হয়েছে। আশংকাজনভাবে রুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জানা যায়, গত ৮ মাস পূর্বে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের মৃত শেখ হারুন অর রশিদের মেয়ের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। থানায় আটক কুমকুম জানান, বিয়ের পর থেকে যৌতুক দাবী করে আসছিল রুমন। পরে সে মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা অজানা ব্যক্তির সাথে কথা বলে। এতে স্বামীর প্রতি তার পরকীয়ার সন্দেহ হয়। ঘটনার রাতে রুমন ঘরের বাহিরে এসে মোবাইল ফোনে দীর্ঘক্ষন কথা বলে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor