
ডেস্ক রিপোর্ট।।
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু কিশোরীকে অপহরণ এবং জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুই কিশোরীর একজনের বয়স ১৩ বছর এবং অন্যজন ১৫ বছর বয়সী। পরিবারের ভাষ্য মতে, হোলি উৎসবের দিন সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতিকারী জোর করে তাদের বাড়িতে ঢুকে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের মুখে দুই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় তারা।
টুইটারে এ ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে সুষমা লিখেছেন ‘ভারতীয় রাষ্ট্রদূতকে বলছি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের রিপোর্ট পাঠান।’
ঘটনার প্রতিবাদে সিন্ধু প্রদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে।