ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত

২৭ মার্চ, ২০১৯ : ৮:৫৯ পূর্বাহ্ণ ৩৮৭

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় মো. সায়েদুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েচে । মঙ্গলবার (২৬ মার্চ)রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সায়েদুর রহমান উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মন্নর আলীর ছেলে। তিনি কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম কলেজের বাবুর্চি ছিলেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভের খবর পেয়ে ইসলামপুর ফাড়ি পুলিশ ও বিজয়নগর থানার ওসি ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের দাবির মুখে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুর আজিম মহাসড়কে স্প্রীড ব্রেকার নির্মাণের আশ্বাস দেওয়াই । পরে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর আলহাজ্ব কাজী মো শফিকুল ইসলাম কলেজের সামনে রাস্তা পারাপারের সময় সায়েদুল হক সিলেটগামী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুসেন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com