বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ের ২২ তলা ভবনের ৯ম তলায় ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনের ঘটনায় পরিচয় পাওয়া তিন জন নিহত হলেন- মনির, মামুন ও মাকসুদুর রহমান। বাকী এক বিদেশী নাগরিকসহ অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে আগুনের ঘটনায় আহত ৩৭ জনকে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়েছে। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ বলেছেন, যারা আমাদের এখানে এসেছে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, যেসব রোগীর শারীরিক অবস্থা বেশি খারাপ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এদিকে দুপুরে ভবনটিতে আগুন লাগার পরই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, তাদের ২১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। দুটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে।
মো. রাকিবুজ্জামান খান নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ভবনের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর তা উপরের দিকে ছড়িয়ে যায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ওই ভবন থেকে অন্তত সাত জন লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাদের গাড়িতে তুলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এছাড়া দু-একজনকে ভবনের জানালার পাশে ঝুলতেও দেখা গেছে।
এদিকে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস অংশ নেয়ার পরই দ্রুত অনেককে উদ্ধার করা হয়। এদের মধ্যে সিরি ইন্দ্রিকা (৪৬) নামে এক শ্রীলংকান নাগরিকও ছিলেন। তিনি হাতে আঘাত পেয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। কেউ কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বললেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ভবনের সামনে বিপুল সংখ্যক উৎসুক জনতার কারণেও ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে বেগ পেতে হচ্ছে বলে কর্মকর্তারা জানান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor