আসল হিরো এই বলকের কাছে জাতি কৃতজ্ঞ

২৯ মার্চ, ২০১৯ : ৪:৪০ পূর্বাহ্ণ ৩২৫

ডেস্ক রিপোর্ট।।

বনানীর এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের লোকেরা যখন আগুন নেভানোর জন্য ব্যস্ত, পানি দিতে ব্যস্ত। তখনই এই ছোট্ট বালকের চোখে পরলো পাইপ ছিদ্র পানি বের হয়ে যাচ্ছে। ওই ছোট্ট মনে দগ্ধ মানুষের জন্য ব্যকুলতা চিন্তা আর বিবেকের তাড়না। ছেলে টি বুদ্ধি করে পলিথিন দিয়ে পাইপটা পেছিয়ে তারপর পাইপের উপর বসে পরেছে, যাতে পানি বেরিয়ে না যায়।
অথচ হাজার লোকের ভীড়, সেই পাইপটা পাশে দাঁড়িয়ে তামাশা দেখছে।তারা কেউ এগিয়ে এসে পাইপটার পানি বের হওয়া বন্ধ করছেনা।
তোদের ছোটো মনে পৃথিবীর জন্য এতো চিন্তাভাবনা, কেউ ইটের ভাটা নিয়ে, কেউ দগ্ধ পুরে যাওয়া মানুষদের নিয়ে চিন্তা।তোদের মনের মতো ওইসব মানুষের বিবেকবোধ জাগ্রত হয়না কেনো! আর কবেই বা হবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com