ব্রাক্ষণবাড়িয়া।।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরে সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে এগুলো হস্তান্তর করা হয়। প্রতিটি কেন্দ্রের প্রিজাডিং অফিসার, সহকারী প্রিজাডিং অফিসার স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালি, রাবার স্ট্যাম্পসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও বিজিবি নিরাপত্তার মাধ্যমে সরঞ্জামগুলো পাঠানো হয়।
দক্ষিণ জগৎসার প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাডিং অফিসার চন্দন কুমার দত্ত বলেন, সুষ্ঠু, অবাধ, নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম বুঝে পেয়েছি।
রোববার সকাল ৮ টা থেকে জেলার ৫ শ ৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিরতি ছাড়া এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। ছয়টি উপজেলার মোট ১৩ লাখ ৪২ হাজার ৫ শ ১২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবেন।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor