
ব্রাহ্মণবাড়িয়া।।
নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩১ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্দলীয় প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও ৬৮ হাজার ২শত ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা) প্রতীকে ২৬ হাজার ৯শত ০৭ ভোট পেয়ে পরাজিত হন।
ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন (চশমা) প্রতীকে ৩৩ হাজার ৭শত ০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহসিন মিয়া (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ২শত ০৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে শামীমা আকতার (পদ্মফুল) প্রতীকে ৫৬ হাজার ২শত ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা সুলতানা খানম নিশাত (কলস) প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯শত ৩৯ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।