আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত শরণখোলা উপজেলা নির্বাচনের ফলাফল

সারাদেশ 1 April 2019 ৩০১

নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত শরণখোলা উপজেলা নির্বাচনের ফলাফল নিম্নরূপ –

ভাইস চেয়ারম্যান পদে -হাসানুজ্জামান পারভেজ (চশমা) ১২,৩৮০  , বাবুল আকন (টিয়াপাখি) ১১,১৮৫, মেজবাহ উদ্দিন খোকন (তালা) ৮,৩২৯ , শাহিন হাওলাদার (উড়োজাহাজ) ২১৬ ।ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩২,৬০৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে – রাহিমা আকতার হাসি (কলস) ১৭,৭৫৩ , রিনা আকতার সাগর (প্রজাপতি) ৬,৩৮৮ , শিখা আকতার (হাঁস) ৬,২৪০ , নাজমিন নাহার (ফুটবল) ১,০৭৩ মোট ভোটার ৮৫,০২১ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩২,৫৪১ ।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী উপরোক্ত দেয়া হলো।

বিদ্র:-চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি।