আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সুত্রধর (৬০) নামে এক হিন্দু বৃদ্ধা নিহত

সারাদেশ 3 April 2019 ৪১৭

হবিগঞ্জে।।

নবীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের মেয়ে শিল্পী সূত্রধর (৩০) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলু সূত্রধরের স্বামী মারা যান ৭ থেকে ৮ বছর আগে। তার একমাত্র ছেলে জীবন সূত্রধর ১৫-১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। একমাত্র পুত্রবধূ হ্যাপি সূত্রধরকে নিয়েই শাশুড়ি বাড়িতে থাকেন। সম্প্রতি হ্যাপি তার বাবার বাড়ি নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে বেড়াতে যান। মা বাড়িতে একা থাকার কারণে তার ছোট মেয়ে স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে আসেন। মঙ্গলবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত নীলু সূত্রধরের ঘরে ঢুকে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। আহত ও নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সূত্রধরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।