
বিজয়নগর।।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চম্পকনগর সংসদ সদস্যের কার্যালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল চৌধুরী, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলম, কোষাধক্ষ্য মহসিন মিয়া, উক্ত সভায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা মৃধা, সহ সভাপতি এ এম সামিউল হক চৌধুরী, শাহ নজীর আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী হারিফুর রহমান, পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান রতন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিংগারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন, বুধন্তী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতু মিয়া, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্তন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব মিয়া, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান মেম্বার, অশোক রায় চৌধুরী, মোহাম্মদ ইকবাল, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সাবেক চেয়ারম্যান শাহিদ মিয়া, হরসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়া প্রমুখ। মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীঅভিযোগ করে বলেন সদরউপজেলা নির্বাচনে ভোটের আগের রাত থেকেই ভোটের দিন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ওপর চড়াও হয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রের আশপাশে নয়, বাসাবাড়িতে গিয়েও দলের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে। তিনি ঐ সমস্ত কর্মকর্তা দের অপসারন দাবী করেন
এ ছাড়াও তিনি বিজয়নগর উপজেলা নির্বাচনে সতর্ক থাকার আহবান জানান এবং দলের নেতাকর্মী দের ঐক্য বদ্ব হয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহবান জানান।