ঢাকা।।
চার ধাপের উপজেলা নির্বাচনের সময় অনিয়মের অভিযোগে যেসব উপজেলার ভোটগ্রহণ স্থগিত হয়েছিল, সেখানে ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ মে এসব উপজেলায় ভোটগহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তারমধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।
বুধবার (১০ এপ্রিল) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের এই তারিখ ঘোষণা করেন। এছাড়া অনিয়মের কারণে যেসব কেন্দ্রের ভোট বন্ধ হয়েছিল, সেখানে আগামী ১৭ এপ্রিল পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত: নির্বাচন কমিশন চার ধাপে দেশের ৪৬৫টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলেও ভোট হয়েছে ৪১৮ টিতে। একক প্রার্থী থাকায় ৩০টি উপজেলায় ভোটের প্রয়োজন পড়েনি। বাকি ১৭ উপজেলার ভোট স্থগিত করা হয়। এরমধ্যে ১০টি আদালতের আদেশে এবং সাতটি ইসির আদেশে স্থগিত করা হয়।
ইসির সিদ্ধান্তে যেসব উপজেলার ভোট স্থগিত হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া, কিশোরগঞ্জের কটিয়াদী, লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আর আদালতের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেসব উপজেলার তারমধ্যে রয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর, কক্সবাজারের কুতুবদিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও দিনাজপুরের ফুলবাড়ি।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor