উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করছে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১৪ এপ্রিল, ২০১৯ : ৭:২৭ পূর্বাহ্ণ ৪০১

ব্রাক্ষণবাড়িয়া।।

উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করছে ব্রাহ্মণবাড়িয়াবাসী। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

শভাযাত্রাটি রোববার সকালে শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্কে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সময় ডিসি হায়াত-উদ-দৌলা খান বলেন, নববর্ষ কোনো ধর্ম-বর্ণের উৎসব নয়, বাঙালির প্রাণের উৎসব। ইউনোস্কো পয়ালা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে অন্যতম উৎসবের স্বীকৃতি দিয়েছে। নতুন বছর সবার ভালো কাটুক।

বর্ষবরণ উপলক্ষে ফারুকী পার্ক মেলার মাঠে গান, নাচ, আবৃতিতে মেতে ওঠে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com