আনন্দময়ী কালীবাড়ীতে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী বার্ষিক সনাতন ধর্মীয় উৎসব

১৫ এপ্রিল, ২০১৯ : ১০:৫৬ পূর্বাহ্ণ ৪২৪

ব্রাক্ষণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী জীব ও জগতের কল্যান কামনায়,ভুবনমঙ্গল কীর্তন সমিতির ৬৭ তম বার্ষিক সনাতন ধর্মীয় উৎসব।গত ৩০ চৈত্র ১৪ এপ্রিল রবিবার গৌর আহবানের মধ্যদিয়ে শুরু হয়া। আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠানসুচীর মধ্যে রয়েছে উদয়াস্ত তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন,সন্ধ্যায় ধর্মীয় আলোচনা,শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ এবং রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।৭ বৈশাখ ২১ এপ্রিল অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ৮ বৈশাখ প্রাতঃকালে নগরকীর্তন ও দধি মঙ্গল।দুপুরে মহাপ্রভুর ভোগরাগ বেলা ২ টা হইতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরন অনুষ্ঠত হবে।উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ভুবনমঙ্গল কীর্তন সনিতির নেতৃবৃন্দরা।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com