পিরোজপুর শহরের স্বর্ণকার পট্টিতে অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে ছাই

১৭ এপ্রিল, ২০১৯ : ৬:১৬ অপরাহ্ণ ৫৭৬

মজুমদার সুদেব (পিরোজপুর) : পিরোজপুর শহরের স্বর্ণকার পট্টিতে আজ বুধবার বিকেলে অগ্নিকান্ডে ৮ টি দোকান আকস্মিক পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডে সোনালী জুয়েলার্স, সৌদি জুয়েলার্স, জননী জুয়েলার্স, পিরোজপুর জুয়েলার্স, পূজা জুয়েলার্স,  সলেমান মেডিকেল, কুরছিয়া মেডিকেল, পপুলার ফার্মেসী পুড়ে ভস্মিভূত হয়েছে। ততখনাৎ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মাহাবুব আলম জানান, বৈদ্যুতিক শটসার্কিকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন। মধ্য শহর থেকে পানির অবস্থান দুরে থাকার কারণে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয় এবং ক্ষয়-ক্ষতির পরিমান এই মুহুর্তে  নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com