প্রতিভা দেবনাথকে গাছের সাথে বেঁধে রেখে জমি দখল করলো সুলতান মাহমুদ ফকির

২২ এপ্রিল, ২০১৯ : ৩:১৯ অপরাহ্ণ ৪৩০

জামালপুর।।
জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ির খামারপাড়া গ্রামের স্কুল শিক্ষক সুমন দেবনাথের জমি নিয়ে বিরোধ ছিল স্থানীয় মোকছেদ আলীর পুত্র প্রভাবশালী সুলতান মাহমুদ ফকিরের সাথে। গত ১৮ এপ্রিল বুধবার বিরোধপূর্ণ ১৫ শতাংশ জমিসহ সাথে থাকা আরো ১৬ শতাংশ জমি জবরদখল করে সুলতান মাহমুদ ফকির। বেদখলীয় জমিতে রাতারাতি পানের বরজ তৈরি করে সে। এই ঘটনার প্রতিবাদ করায় সুমন দেবনাথের মা ৫৮ বছর বয়সী প্রতিভা দেবনাথকে গাছের সাথে বেঁধে রাখে ভূমিদস্যু সুলতান। শুধু তাই নয়, এসময় প্রতিভা দেবনাথের নাতনী স্কুল শিক্ষিকা সুবর্ণা দেবনাথকে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। নির্যাতনের ঘটনায় সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি এবং পরদিন সদর থানায় সুলতান মাহমুদ ফকিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিত পরিবার। গত ১৯ এপ্রিল পুলিশ মামলার আসামি নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। গতকাল মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। বর্তমানে জামিনে যাওয়া আসামিরা এই হিন্দু পরিবারকে হুমকি দিচ্ছে। তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এই অমানুষদের প্রতি যারা একজন মায়ের বয়সী নারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে জমি দখলের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটালো সেইসাথে তাদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী সেই দেশে নারীর এই ধরনের প্রকাশ্যে অবমাননা মেনে নেওয়া যায়না।।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com