আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সাভারে ২০ টি হিন্দু বাড়ি ও মন্দিরের ওপর হামলা।। ভাংচুর

সারাদেশ 22 April 2019 ৪০৮

সাভার প্রতিনিধি।।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে অন্তত ২০ হিন্দু পরিবারের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ঘটনায় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গত শনিবার (২০ অক্টোবর) সকালে পৌর এলাকার পোড়াবাড়ি মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, শুক্রবার রাতে শারদীয় দুর্গাপূজার প্রতীমা বিসর্জন দেয়ার সময় মাঝিপাড়া এলাকার কয়েক জন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এদিন সকালে শতাধিক সন্ত্রাসী লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে অন্তত ২০ হিন্দু পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ৩০ জন আহত হয়।
সন্ত্রাসীরা এ সময় কয়েকটি মন্দির ও বাড়ি-ঘর ভাংচুর করে।সাভারে ২০ টি হিন্দু বাড়ি ও মন্দিরের ওপর হামলা, করা হয়।