আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে স্কুল শিক্ষার্থী অপহরনকারী আজুত আরা আটক

বিশেষ প্রতিবেদন 23 April 2019 ৫৪৬

বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুল শিক্ষার্থীকে স্কুল থেকে অপহরনের সময় আজুত আরা(৩৫) নামক অপহরনকারীকে আটক করা হয়েছে।
আজ বেলা ১২টায় সাতবর্গ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে, অপহরনকারি মাধবপুর উপজেলার দূর্গানগর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী বলে জানা যায়।
স্কুলের প্রধান শিক্ষিকা জানান, সাতবর্গ গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ৩য় শ্রেনীর ছাত্রী তানিশা আক্তারকে(৯) আম দেবার প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে চাইলে তানিশা প্রধান শিক্ষিকার কাছে ছুটি ছায় এতে সন্দেহ হলে মহিলাকে আটক করে ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয়দের খবর দিলে অপহরনকারিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, অপহরনকারি সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগত ব্যাবস্থা নেয়া হবে।