ছাত্রকে বেত্রাঘাতের দায়ে শিক্ষক সাময়িক বরখাস্ত।। ছাত্রের চোখ নষ্টের আশংকা

২৪ এপ্রিল, ২০১৯ : ৮:২৫ পূর্বাহ্ণ ৫২২

 

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষকের বেত্রাঘাতে রিফাত (১৩) নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রের চোখ হারানোর আশংকা দেখা দিয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি। জানা যায, ছেলেটি নাম রিফাত পিতা সিজিল মিয়া বাড়ি বিদ্যাকুট গ্রামে। সে উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সি শাখা ছাত্র। ওই শিক্ষকের নাম মোহাম্মদ জাবেদ মিয়া তিনি খন্ডকালিন শিক্ষক হিসাবে চাকুরী করছেন। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩/০৪) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন ওই শিক্ষককে দুই কার্যদিবসের মধ্যে কারণ দর্শনোর জন্য নোটিশ প্রদান করেছেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সোমবার (২২/০৪) এ ঘটনায় ওই খন্ডকালিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় ওই ছেলেটি চিকিৎসার সকল দায়িত্ব নেওয়া হয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে গত সোমবার ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িক বহিস্কারের সিদ্বান্ত নেওয়া হয়। সুত্র জানায়, ওই খন্ডকালিন শিক্ষক ১০ এপ্রিল ৬ষ্ঠ শ্রেনীর ইংরেজী ক্লাস করার সময় শিক্ষক তাকে বেত্রাঘাত করে । ওই আঘাত তার চোখে লাগে । সে অজ্ঞান হয়ে গেলে স্থানীয় ডাক্তার তাকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে প্রেরন করে। তার চোখের অবস্থা অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল থেকে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে রেফার করা হয়। রিফাতের পিতা গতকাল সাংবাদিকদেরা জানান,তার চোখের দৃষ্টি ৯০% শংকাজনক বলে জানিয়েছে ডাক্তার।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com