নবীনগর প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরু বোঝাই নৌকায় ডাকাতের হামলায় দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
আহত দুই গরু ব্যাবসায়ী হলেন এনতাজ মিয়া (৪২) ও ফুল মিয়া (৪৫)। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার সাহেবনগর গ্রাম ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নবীনগর থানার ওসি রণজিত রায় বলেন, নবীনগরের বিভিন্ন গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী বাইশমৌজা বাজার থেকে নৌকায় করে অবিক্রিত গরু নিয়ে নবীনগর ফিরে আসার পথে মেঘনা নদীতে সশস্ত্র একদল ডাকাত নৌকাটিতে হামলা করে।
এ সময় গরু ব্যবসায়ীরা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor