
মুন্সিগঞ্জে।।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নুরে আলম সিদ্দিকী বিপ্লবের নেতৃত্বে জেলা কিমিটির ছয় সদস্যসহ অসংখ্য নেতা কর্মী আজ ১ মে সকাল ৯টায়, মুন্সীগঞ্জ শহরস্থ মুক্তিযুদ্ধ ভাস্কর্য গোলচত্ত্বর এলাকায়, মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিপিবি মুন্সীগঞ্জ জেলা কমিটি আয়োজিত শ্রমিক সমাবেশে এসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিতে যোগদান করেন। তারা হলেন, কমরেড নুরে আলম সিদ্দিকী বিপ্লব, শিক্ষাবিদ কমরেড বিমল পাল, কমরেড মরু হোসেন, কমরেড হাবিবুর রহমান, কমরেড কামাল হোসেন এবং কমরেড আব্দুল লতিফসহ নেতৃবৃন্দ। এসময়ে মে দিবসের কর্মসূচিতে সিপিবি মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড শ.ম.কামাল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড হামিদা খাতুন, জেলা কমিটির সদস্য কমরেড মোহাম্মদ আলী নাসিম, কমরেড নাসির উদ্দিন নাসু, কমরেড মোঃ কবির হোসেনসহ নেতৃবৃন্দ যোগদানকৃত নেতা কর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। পরে যোগদানকৃত নেতৃবৃন্দ সিপিবি অায়োজিত শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহন করেন।
কমরেড নুরে আলম সিদ্দিকী বিপ্লব সিপিবি-তে যোগদান প্রসঙ্গে তাঁর বক্তব্যে বলেন, ওয়ার্কার্স পার্টি শ্রেনীসংগ্রামের আদর্শ ত্যাগ করেছে। ওখানে থেকে শ্রেনীসংগ্রামকে এগিয়ে নেয়া এবং বিপ্লবী সত্ত্বা ধরে রাখা সম্ভব নয়। যেহেতু আমরা বিপ্লবের আকাংখায় শ্রেনীসংগ্রামটা করতে চাই, তাই আমাদের জন্য এই মুহুর্তে কমিউনিস্ট পার্টির প্লাটফর্মই উপযুক্ত জায়গা মনে করছি। তিনি বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমাদেরকে কাজ করার এবং বিপ্লবী সত্ত্বাকে বাঁচিয়ে দেয়ার সুযোগ দেয়ায় সিপিবি কেন্দ্রীয় কমিটির এবং মুন্সীগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।