
আখাউড়া।।
আখাউড়া পৌরসভার মেথর পট্রি তে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই সহ ২২ জন মাদক সেবনকারী ও পাচারকারী কে আটক করা হয়েছে। গত রবিবার রাত ৮ টার সময় তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ০১। মোঃ খোকন খাদেম (৪২), পিতা-মৃত এলু মোল্লা খাদেম, সাং-খড়মপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। মঈনুল (৩৫), পিতা-মদলিছ, সাং-সওদাগর গাও, থানা-দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জ, ০৩। ইউসুফ মিয়া (৩৭), পিতা-হরুন আলী, সাং-নুরপুর, থানা-আখাউড়া, ০৪। মোঃ মুসলিম (৫২), পিতা-মৃত মোহন মিয়া, সাং-দোপলা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, ০৫। মোঃ কালু (৫৫), পিতা-আঃ রশিদ, সাং-রাধানগর, থানা-আখাউড়া, ০৬। সঞ্জিত চন্দ্র সূত্রধর (৩৫), পিতা-চন্দ্র মোহন সূত্রধর, সাং-ঘাটিয়ারা, ০৭। শিশু মিয়া (৬০), পিতা-মন্তাজ মিয়া, সাং-বরিশল, উভয় থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, ০৮। মোক্তার হোসেন (৩২), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-কেশবপুর পত্তন, থানা-বিজয়নগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৯। আকিকুল ইসলাম (২৮), পিতা-বীর মুক্তিযোদ্ধা শহীদ আহাম্মদ, সাং-গোপালপুর, থানা-দোহরা, জেলা-সুনামগঞ্জ, ১০। আল আমিন (৩৫), পিতা-মৃত মন্নাফ মিয়া, সাং-বরিশল, ১১। এনামুল (২৫), পিতা-বজলু ভূইয়া, সাং-কোড্ডা, উভয় থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, ১২। খোকন মিয়া (৪২), পিতা-মৃত নজির মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আখাউড়া থানার ওসি (তদন্ত) জনাব আরিফুল আমিন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ১০ লিটার মদ সহ আটক ১২ জন মাদক সেবনকারী ও পাচারকারী তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।