আশুগঞ্জে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

৯ মে, ২০১৯ : ৯:৫৪ পূর্বাহ্ণ ৩৭২

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৬ একর আয়তনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্য চাষি সাচ্চু মিয়া।

তিনি বলেন, বুধবার (৭ মে) রাতে তারাবি নামাজের সময় তার মালিকাধীন তিনটি পুকুরে এক সঙ্গে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে বিষয়টি তাদের নজরে আসে। এতে ফলে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা গেছে।

সাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, সম্প্রতি হয়ে যাওয়া উপজেলা নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com