উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা ১৮ জুন ভোট

৯ মে, ২০১৯ : ২:৩৭ অপরাহ্ণ ৩৬৮

ঢাকা।।

উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১৮ জুন ১৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মে) ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, এসব উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলাগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com