যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১১ মে, ২০১৯ : ৫:৪৫ পূর্বাহ্ণ ৩৯১

ঢালা।।

যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মাননীয় প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন যান।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com