বাঞ্ছারামপুর থানা পুলিশের হিন্দু সম্প্রদায়ের সাথে মত-বিনিময়

১৬ মে, ২০১৯ : ৪:৫৩ অপরাহ্ণ ৩৯৩

বাঞ্ছারামপুর।।

আজ বিকালে বাঞ্ছারামপুর মডেল থানার উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে একটি মত-বিনিময় সভার আয়োজন করেন। উক্ত মত-বিনিময় সভায় অফিসার ইনচার্জ মো: সালাহ্ উদ্দিন চৌধুরী সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয়ে জঙ্গি হামলা প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান সহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। এছাড়াও তিনি তাহার বক্তব্যে অচেনা কোন লোকজন মন্দিরে প্রার্থনা করার জন্য আসলে তাদেরকে প্রবেশের পূর্বে দেহ তল্লাশী করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বাঞ্ছারামপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন সাহা সহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলে তাহাদের বক্তব্যে জঙ্গিবাদ প্রতিরোধে থানা পুলিশকে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার, এসআই/মো: মনজুর আহাম্মদ, এসআই/খাজা মো: মাঈন উদ্দিন গণ। সকলের বক্তব্যে পুলিশ-জনতা সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ প্রতিরোধের উপর জোর দেওয়া হয়।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com