ব্রাহ্মণবাড়িয়া ।।
জনসাধারণের হীন মানসিকতা, অসচেতনতা এবং কর্তৃপক্ষের বেখেয়ালীপনার কারণে অবৈধ দখল ও ফেলে দেয়া বর্জ্যরে দূষণের শিকার হয়ে অস্তিত্ব হারাতে বসেছে জেলা পরিষদের মালিকানাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মধ্যবর্তী স্থান দিয়ে বিস্তৃত টাউন খালটি। গত দুই যুগের অধিক কাল যাবত খনন না হওয়ায় অতীতের খরস্রোতা এ খালটি সংকুচিত হয়ে বর্তমানে আবর্জনাযুক্ত ড্রেনে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমের ভরা যৌবনে পানিতে টইটুম্বুর প্রবাহমান হয়ে যা পশ্চিম দিকে তিতাস নদীর পশ্চিম অংশ হতে তিতাস নদীর পূর্ব অংশের সাথে সংযোগ রক্ষাকারী অন্যতম একটি নৌ যাতায়াত মাধ্যম হিসেবে চিহ্নিত ছিল, যা দিয়ে বাণিজ্যিক মালবাহী বড় বড় নৌকা অবাধে চলাচল করতো, ডানপিটে ছেলেরা যাতে মনের আনন্দে লাফিয়ে পরে গোসল করতো-সেই পরিবেশ এখন শুধুই স্মৃতি।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor