আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

রাজবাড়ীতে স্কুলের পুরনো ভবনরক্ষায় মানববন্ধন

সারাদেশ 21 May 2019 ৪২১

রাজবাড়ী।।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের(জেলা স্কুল) ১২৫ বছরের পুরনো লাল ভবনটি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সোমবার বিদ্যালয়ের সামনে ‘ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।সম্প্রতি পুরনো লাল ভবনটি ভেঙে ১০ তলা নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ সিদ্ধান্ত সামনে আসার পরই শুরু হয় আন্দোলন। গতকালের কর্মসূচিতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম, শিক্ষক আব্দুর রউফ হিটু, পৌর ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আলমগীর শেখ তিতুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভবনটি যেন জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়। আর ভবন ভাঙার সিদ্ধান্ত না বদলালে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জমিদার গিরিজা শংকর মজুমদার গোয়ালন্দ ইংলিশ হাই স্কুল নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।