আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজেপির জয় কে ভারতবাসীর জয় বললেন মোদি

সারাদেশ 23 May 2019 ৩১৪

ডেস্ক।।

ঘন ঘন টুইটের জন্য বেশ সুনাম আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর থেকে মোদির কোনো টুইট আসেনি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন নিশ্চিত হওয়ার পর মোদি টুইট করেন। বলেন, ‘ভারত আবারও জয়ী হলো।

এগিয়ে থাকার প্রবণতা বলছে, ২৯৪ আসন পাবে বিজেপি, ২০১৪ লোকসভা নির্বাচনের থেকেও এবার আসন সংখ্যা বেশি।

নরেন্দ্র মোদি টুইট বার্তায় আরও বলেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই।

একসঙ্গে আমরা শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। #বিজয়ীভারত। ’

এ পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির দল ২৯৪টি আসন পাচ্ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল। সূত্র: এনডিটিভি