বিজয়নগর।।

বিজয়নগর উপজেলার চান্দুরা মহাদেব বিগ্রহ মন্দিরে বিজয়নগর সনাতন ধর্মালম্বীদের সাথে আজ সকালে বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃণাল চৌধুরী লিটন এর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চান্দুরা মহাদেব মন্দিরের সভাপতি সুধীর চন্দ্র মোদক। মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অশোক রায় চৌধুরী,চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেতা লুটন রায় চৌধুরী, কৃপা  শংকর চৌধূরী,বিজয়নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, বিজয়নগর পুরুহিত ব্রাক্ষণ সংঘের সাধারন সম্পাদক অতিন্দ্র আচার্য্য,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সুধাবিন্দু সাহা,বীরমুক্তিযুদ্দা বিমল সেন,অর্জুন ঋষি,রাখাল মোদক,লিটন দাস,সত্য ভুষন মালাকার,ডাঃ মনিন্দ্র দাস,হিমাংশু দাস,অধির দাস,বিদ্যুৎ চৌধূরী,নির্মল সুত্র ধর,সাবেক মেম্বার বাদল সাহা, সুজত চক্রবর্তী, ধনপতি আচার্য্য,ইছাপুরা ইউপির আফজাল মেম্বার,চান্দুরা ইউপির সাবেক মেম্বার মোশারফ হোসেন, বিনয় দাস, উত্তম চৌধূরী,ও সন্জয় রায় পোদ্দার প্রমুখ। এছারা ও উপজেলার সনাতন সম্প্রদায়ের গন্যমান্য ব্যাক্তবর্গগন উপস্হিত ছিলেন।সভায় বক্তগন বলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃণাল চৌধূরী লিটনকে আগামী ১৮ জুন বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত করার আহ্বান জানান।সবেক তুখোর ছাত্রনেতা মৃণাল চৌধূরী লিটন আওয়ামীলীগের তৃনমুল নেতা,সে আওয়ামীলীগের র্দুদিনের কান্ডারী।আমাদের সুখে,দুখে তাকে আমাদের কাছে পাই তাই আসুন আমরা ঐক্যবদ্ব ভাবে মাঠে নেমে তাকে বিজয়ী করি।পরে উপস্হিত সকলেই আসন্ন নির্বাচনে মৃণাল চৌধূরী পক্ষে কাজ করার জন্য একমত পোষন করেন।