আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

সারাদেশ 30 May 2019 ৪২৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের ৩০০ এমবিএ ট্রান্সফরমার স্থাপনের সময় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সরকারি-বেসরকারি পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় বিকট শব্দ হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। বন্ধ ইউনিটগুলো হলো- বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট ও বেসরকারি ১৯৫ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার, ৫৫ মেগাওয়াট ক্ষমতার  প্রিসিশন এনার্জি পাওয়ার প্লান্টের উৎপাদন।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধ ইউনিটগুলো চালু করতে স্থানীয় প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছে।