দিনাজপুরের বীরগঞ্জে দুই যুবককের গলাকাটা লাশ উদ্ধার

৩০ মে, ২০১৯ : ৯:৫৩ পূর্বাহ্ণ ৩৬৩

দিনাজপুর।।

আজ বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিকটস্থ গ্রামে দেবীপুর বালাপাড়ায় দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।।
ঘটনাস্থল পরিদর্শন ও তাদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মো. সালাহউদ্দিন আহমেদ, বীরগঞ্জ থানার ওসি তদন্ত বিশ্বনাথ দাশ গুপ্তাসহ পুলিশ সদস্যরা। নিহত ব্যক্তিরা হলেন – বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর (বালাপাড়া) গ্রামের রাজেন্দ্র চন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় মাজু (৩০), বীরগঞ্জ উপজেলা ৫নং সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. আজাহারুল আলী ছেলে মো. হানিফুর রহমান (৩৩)। এব্যাপার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাকিলা পারভিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে জিজ্ঞাসবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com