আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবার তালতলা গ্রামে ঘুনিঝড়ে স্কুল,বাড়িঘর,গাছপালার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া 1 June 2019 ৫৬৬

কসবা।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকা তালতলা গ্রামে সকালে ঘুনিঝড়ে স্কুল,বাড়িঘর,গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।

তালতলা গ্রামের রতন ভূইয়ার বাড়িতে শুক্রবার সকালে হঠাৎ ধমকা ঝড় এসে গরীব দিন মুজুর তাজুল ইসলামের বসতঘরসহ ৩টি, তালতলা নতুন কুড়ি স্কুলেরর টিনের চাল,ফিরোজ মিয়ার টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।
তাজুল ইসলাম কোনোমতে স্ত্রী,সন্তান নিয়ে ঘর থেকে বের হলেও তার কন্যা পান্না আহত হয়।
আহত পান্না জানান,এনজিও থেকে লোন এনে ঘরটি তুলে ছেলেমেয়ে নিয়ে বসবাস করতেন কিন্ত আজ হঠাৎ ঝড় এসে তার সব শেষ।
অপর দিকে আড়াইবাড়ি রাস্তার উপর বিভিন্ন প্রজজাতির গাছ, দাউড়িয়া গ্রামে গাছ পালা,বিদ্যুৎ তার ছিড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী প্রমুখ ঘটনা দেখতে আসেন।