আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

সারাদেশ 3 June 2019 ৪১৭

 

মোঃ আব্দুল হান্নান।।

নাসিরনগর উপজেলা সদরে ঘোষপাড়া নয়ন দাস (১৬) নামে স্কুল ছাত্র আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে। নিহত নয়ন দাস ঐ এলাকার রেবতি দাসের ছেলে ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

প্রতিবেশিরা জানায় কিছুদিন পুর্বে নয়নের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মায়ের মৃত্যুর পর সংসারের রান্না বান্না সহ যাবতীয় কাজের দ্বায়িত্ব পড়ে নয়নের উপর। এরপর থেকে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে বাবা ছেলের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। রোববার সন্ধার পরও বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে বাবা ঘর থেকে বের হয়ে গেলে অনুমান ৯ঘটিকার সময় দরজা বন্ধ করে মায়ের শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

নয়নের ওয়ার্ড মেম্বার নগেন্দ চন্দ্র দাস এ প্রতিনিধিকে জানান, আত্মহত্যা করার জন্য ফাসিতে ঝুলতে থাকে নয়ন এ সময় শাড়ি ছিড়েঁ পড়ে গিয়ে তার মাথা থেকে রক্তপাত হয়, এবং জিহ্বা কেটে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নয়নের মৃত্যু হয়। ময়না তদন্তের পর লাশের সৎকারের ব্যবস্থা করা হবে।