নাসিরনগর।। জেলার নাসিরনগর উপজেলার কৃষি অধিদপ্তরের নামে সরকারি ভাবে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত কয়েক লক্ষ টাকা মূল্যের ৬টি ধান কাটার (রিপার) যন্ত্র খোলা আকাশের নীচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাটি আর দুর্বা ঘাসে খেয়ে নষ্ট করছে। সরেজমিন কোয়াটারের ভিতরে গিয়ে দেখা গেছে একটি বাড়ি একটি খামার ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে খালি মাটে মাটিতে ও দুর্বা ঘাসের নিচে পড়ে রয়েছে নতুন এ ৬টি রিপার যন্ত্র। জানা গেছে কর্তৃপক্ষের উদাসীনতা, কামখেয়ালীপনা, অযন্ত আর অবহেলায় মাটি খেয়ে নষ্ট করছে সরকারের লক্ষ লক্ষ টাকা মূল্যের এ যন্ত্র গুলোকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর এ বিষয়ে অফিসে এস কথা বলতে হবে বলে ফোন কেটে দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক মোঃ আবু নাসেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি বলেন, যন্ত্রগুলো বিতরণের জন্য অনেক পূর্বেই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। কেন বিতরণ করা হয়নি আমার জানা নেই। আমি এখনই কথা বলে ব্যবস্থা নিচ্ছি।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor