নবীনগরে স্কুলের গাছ কাটলেন সভাপতি

২৮ জুন, ২০১৯ : ৬:৩৬ পূর্বাহ্ণ ৫১৩

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের কাঁঠালগাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে ওই গ্রামের শাহিন মিয়া এ অভিযোগ দেন। ২০ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর খান বিদ্যালয়ে দুটি বড় কাঁঠালগাছ এবং আরও আটটি গাছের ডাল কেটে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্নাহার খানম বলেন, আমি ওই দিন ছুটিতে ছিলাম। পরের দিন স্কুলে এসে দেখি গাছ কাটা হয়েছে। কিছু ডালপালাও কাটা হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর খানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, নিয়মবহির্ভূতভাবে কেউ গাছ কাটতে পারেন না। প্রতিষ্ঠানের গাছ কাটার প্রয়োজন হলে প্রক্রিয়ার মধ্যে করতে হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com