আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পাটক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সারাদেশ 2 July 2019 ৪৬৮

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা এলাকার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।