ব্রাহ্মণবাড়িয়া।।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত নতুন সেতু চলাচলের জন্যে খুলে দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। ৫৯ কোটি টাকা খরচে এ সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে।
গত ১৮ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এ সেতুর উপর দিয়ে। ফলে নির্ধারিত সময়ের আগেই এ সেতুটি চালু করা হলো।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, পুরাতন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বেইলি সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখি। কিন্তু মেরামত কাজের জন্য মাঝে মধ্যে যাত্রীদের যানজটে দুর্ভোগ পোহাতে হতো। পরে রেলিংসহ ফুটপাত ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এজন্য দ্রুত সময়ে নতুন ব্রিজের কাজ শেষ করে শনিবার রাত সাড়ে ৮টা থেকে এ নতুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
তবে আনুষ্ঠানিক উদ্বোধনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান এ প্রকৌশলী।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor