অবশেষে কোর্টরোডে অবৈধ ভাবে পুকুর ভরাট বন্ধ করে দিলেন জেলা প্রশাসন

৯ জুলাই, ২০১৯ : ২:০৭ অপরাহ্ণ ৪৬৫

ব্রাক্ষণবাড়িয়া।।

বন্ধ হয়েছে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডে রাতের আধাঁরে গোলাপ রেস্ট হাউজের পেছনের পুকুরের অবৈধভাবে ভরাটের কার্যক্রম। আজ মঙ্গলবার অবৈধ পুকুর ভরাটের কাজ বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা প্রদান সাইনবোর্ডটি পুকুর পাড়ে ঝুলছে। অবৈধ পুকুর ভরাটের বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে ব্যাপক সমালোচনা চলছিল। এরপর থেকেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পুকুর ভরাটের সাথে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়। ভরাটকারীদের কাউকে না পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. জুবায়ের হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, অবৈধ পুকুর ভরাটকারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে, তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া যায়নি। তিনি আরো জানান, অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসী জানায় পুকুর ভরাট নিষিদ্ধ থাকলেও একের পর এক ভরাট হয়ে যাচ্ছে পুকুর। আর এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com