কসবা।।
কসবা উপজেলার মইনপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেস্টার অভিযোগে একই মাদরাসার শিক্ষক মো: রফিক মিয়া গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই মাদরাসার শিক্ষক মো: রফিক মিয়া (২৪)গ্রেপ্ততার করা হয়।গ্রেফতারকৃত শিক্ষক রফিক মিয়ার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান,প্রথমে সংবাদটি আসলে কসবা থানাকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আটক করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ (দায়িক্ত) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে এই ব্যাপারে কসবা থানায় তার বিরুদ্ধে নারী শিশু আইনের ১০ধারায় মামলা গ্রহনের প্রস্ততি চলছে ।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor