ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে শনিবার সকালে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
আটক শেখ সম্রাট মোহাম্মদ আলী মুন্সী খাঁটিহাতার আলী হোসেনের ছেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ চারটি মিডিয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী পেশায় একজন অটোরিকশা চালক। এলাকায় সে নিজেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। অটোরিকশা চালানোর আড়ালে সে মাদক ব্যবসা করতো। তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor