আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত

বিজয়নগর 27 July 2019 ৪৩৯

ব্রাক্ষণবাড়িয়া।।

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের রহমত আলীর ছেলে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মনির হোসেন জানান, মোক্তার মিয়া ট্রাক্টরে ছিলেন। ভোরে ট্রাক্টরের সংঘর্ষ মোক্তার মিয়া নিহত হন। খবর পেয়ে সরাইল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় হস্তান্তর করে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।