ব্রাহ্মণবাড়িয়া।।
জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল, ফান্দাউক, ইউনিয়নের আতুকোড়া, কুন্ডা ইউনিয়নের মহিষবেড়, ভলাকুট ইউনিয়নের খাগালিয়া, বালিখোলা, ধরমন্ডল ইউনিয়ন সহ 7টি কমিউনিটি ক্লিনিক যেন পানিতে ভাসছে। সরেজমিনে এ সমস্ত ক্লিনিক ঘুরে দেখা গেছে চতুর্দিকে পানি, যাতায়াতের জন্য স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। বর্ষাকালে প্রতি বছর এমন পরিস্থিতি দেখা যায় এই কমিউনিটি ক্লিনিকগুলোর । নৌকা ছাড়া দায়িত্বশীল স্বাস্থ্য কর্মী ও রোগীদের যাতায়াতে বিগ্ন ঘটছে। এ সমস্ত ক্লিনিকগুলোতে যাতায়াতের কোন বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন আমরা আগামী মঙ্গলবার আপনাদের কয়েকজনকে সাথে নিয়ে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কথা বলে পানি ঘেরা এ সমস্ত ক্লিনিকে রোগীদের যাতায়াতের জন্য বিকল্প সাঁকোর ব্যবস্থা করে দেব।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor