ব্রাক্ষণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার আনিসুর রহমানের যোগদান

২৮ জুলাই, ২০১৯ : ৭:২৯ পূর্বাহ্ণ ৪৪৮

ব্রাক্ষণবাড়িয়া।।

ঢাকা মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালনকারী জনাব মোহাম্মদ আনিসুর রহমান গত শনিবার অপরাহ্নে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেছেন।

জেলায় যোগাদানের পূর্বে তিনি ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডিআইজি ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। জেলায় যোগাদানের সময় জেলার ৯ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ফুল ও সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন পুলিশ সুপারকে বরণ করেন।

মোহাম্মদ আনিসুর রহমান ০১/১০/১৯৭৫ খ্রিঃ বরিশাল জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (অনার্স) এবং এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে ২৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে মনোনীত হয়ে ০২/০৭/২০০৫খ্রিঃ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পারিবারিক জীবনে তিনি ০২ কন্যা সন্তানের জনক।

মোহাম্মদ আনিসুর রহমান গত ২০১০খ্রিঃ হতে ২০১২খ্রিঃ এবং ২০১৫খ্রিঃ ২০১৬খ্রিঃ- unamid, জাতিসংঘ শান্তিরক্ষা সুদান দারফুর মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com