
ঢাকা।।
মশা নিধনে সঠিক ও কার্যকর ওষুধ কবে ও কিভাবে আসবে, তা আগামী বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে এ সময় আদালত মন্ত্রণালয়ের প্রতি উষ্মাও প্রকাশ করে।
মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ২৫ জুলাই দুই সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ আনতে কত সময় লাগবে, তা জানাতে আজ মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত। আজকের আদেশের পর দুই সিটি কর্পোরেশন এ তথ্য জানাতে আরো দুই দিন সময় পেল।
এদিকে, সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হক।
এ প্রসঙ্গ টেনে আদালত বলেন, ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করে? তারা নিজেদের লোককেই বাঁচাতে পারে না!