নবীনগর।।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. ফারুক মিয়া (৩৬) নামে এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাতে ভর্তি হয়েছেন। তার পিতার নাম মৃত আবদুল হালিম। তিনি উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা।
ভর্তির পর ডেঙ্গুরোগী ফারুককে সরকারি ওই হাসপাতালের ১নং কেবিনে রাখা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হাবিবুর রহমান আজ বলেন,”ডেঙ্গুতে আক্রান্ত ফারুক ঢাকা থেকে জ্বর নিয়ে নবীনগরে আমার ব্যক্তিগত চেম্বারে আসেন। এরপর পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু নিশ্চিত হয়ে গতকাল রাতেই আমি তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেই।”
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor