বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায়

৩১ জুলাই, ২০১৯ : ১:২৯ অপরাহ্ণ ৭২৮

ব্রাক্ষণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান।

বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হরষপুর দেওয়ান বাজারে একটি মুদি দোকান থেকে ১০ হাজার ২ টি মিষ্টির দোকান থেকে ৫ হাজার টাকা  ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার বলেন, মুদি দোকানে মেয়াদ উর্ত্তীণ ও অবৈধ পণ্য রাখায় এবং মিষ্টি দোকান গুলোতে অপরিষ্কার পরিবেশ ও কাটুনের ওজন বেশি থাকায় ভোক্ততার অধিকার আইনে  তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com