আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষনবাড়িয়া এক হাজতির মৃত্যু

সারাদেশ 4 August 2019 ৪৪৯

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বোরহান নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়।

তিনি সদর উপজেলার মাছিহাতা ইউপির পাঘাচং গ্রামের সুবেদ আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার নূরুন্নবী ভুঁইয়া জানান, শনিবার রাতে বোরহান অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে কুমিল্লায় নিয়ে যাওয়ার আগেই বোরহানের মৃত্যু হয়।

মারধরের মামলায় ১৮ জুন থেকে বোরহান এ কারাগারে বন্দী ছিলেন বলে নূরুন্নবী জানান।