
বিয়ানীবাজার।। বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব বাড়িতে গুজব ছড়িয়ে একদল ধর্মান্ধ মৌলবাদী জনগোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মালম্বিদের সাপ্তাহিক অনুষ্ঠানে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। তথ্য সুত্রে জানা গেছে, মন্দিরের সন্ধ্যাকালীন নিয়মিত গীতা আলোচনা চলাকালীন সময়ে কে বা কাহারা মহানবীকে অপমান করা হয়েছে বলে প্রচার চালায়। খবর শুনে মুসল্লিগন ঐক্য বদ্ধ হয়ে সশস্ত্র হামলা চালায়। গীতার আলোচক রীতা বর্ধনকে প্রানে মারার হুমকি দেওয়া হয়। উপস্থিত ভক্ত বৃন্দ মন্দির রক্ষার্থে প্রতিরোধ গড়ে তুললে মৌলবাদী জনগোষ্ঠী পিছু হঠে। পরবর্তীতে আক্রমণ কারীদের পক্ষের একজন নিহত হয়েছে। উল্লেখ করে মন্দিরের সভাপতি প্রদীপ বর্ধন ও রীতা বর্ধনকে আসামী করে সংশ্লিষ্ট একাধিক ব্যাক্তির নামে মামলা করা হয়। প্রদীপ বর্ধনকে সাদা পোশাকধারী লোকজন তার নিজ দোকান থেকে উঠিয়ে নিয়ে যায় বলে জানা যায়। এমনকি তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে ভাংচুরের ঘটনা ঘটে। প্রদীপ বর্ধনের স্ত্রী শিশু বাচ্চাদের নিয়ে প্রানের ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন । এলাকায় থমথমে অবস্থা বিরাজ রয়েছে।